কারিগরি শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের এমপিওর চেক ছাড়

9

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ১২ মে পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তোলা যাবে।

সোমবার (৯ মে) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও শাখা) বিমল কুমার মিশ্র।

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (বিএম ও ভোকেশনাল) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন-ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট ১২টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ৮ মে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে আগামী ১২ মে পর্যন্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে বেতন উত্তোলন করতে পারবেন।

জানা গেছে, শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন।

আরও পড়ুন

Comments are closed.