কয়লা পোড়া তপ্ত দেশ – অভ্র ওয়াসিম

38

এবার তবে লেখাটা ছেড়ে দিই!
লেখতে গেলে ভয়
কী লিখলে কি হয়?
কুটিল হাসি নিষ্প্রাণ
মরবে তুমি বাঁচবে প্রাণ।
বাইরে রোদ জাহান্নাম
ভাবতে থাকো পরিণাম।
ভয় করি না – মুনাফিক
আল্লাহ-বিল্লাহ সব ফাঁকি।
ভাগ্য যখন শোষকের হাতে
সেই-ই ভরসা জীবন পথে।
তুমি গরিব ভাতের অভাব
তোমার শাসক দেখাবে প্রভাব।
বাড়ি পাবে, খাবার পাবে
খুশি মনে ভোট দেবে।
একটু গরম সইবে না?
আমার প্রিয় বাংলাদেশ
কয়লা পোড়া তপ্ত দেশ।

আরও পড়ুন

Comments are closed.