ঐক্যফ্রন্টে যুক্ত হচ্ছে আরো তিন নতুন দল

244
                                      ফাইল ফটো
জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হচ্ছে আরো তিনটি নতুন দল। গণদল, বিকল্পধারা বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) কে ঐক্যফ্রন্টের সদস্য করে ঘোষণা করা হবে নতুন সমন্বয় কমিটি।
রোববার বিকেলে ৪টায় রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সভায় অংশ নেবে নতুন দলগুলোর চেয়ারম্যান ও মহাসচিবরা। আর ওই সভা শেষে দলগুলোর যুক্ত হওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।
নতুন করে যুক্ত হতে যাওয়া দলগুলোর মধ্যে গণদলের নেতৃত্ব দিচ্ছেন ফেনী-১ আসনের সম্ভাব্য প্রার্থী মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী। মহাসচিবের দায়িত্বে আছেন কক্সবাজার ক্লাবের উদ্যোক্তা আবু সৈয়দ। বিকল্পধারার নেতৃত্বে আছেন আমিন ব্যাপারী। মহাসচিব হিসেবে রয়েছে অ্যাডভোকেট শাহ আহমদ বাদল। সাবেক মন্ত্রী ডা. আব্দুল মতিনের ছেলে অধ্যাপক ডা: এম এ মুকিতনেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির। তার মহাসচিব হিসেবে কাজ করছেন বি এম নাজমুল হক।
এছাড়া হুমায়ুন কবীর হিরোর ‘রাজনীতি অধ্যায়ন কেন্দ্র’কে জাতীয় ঐক্যফ্রন্টে অর্ন্তভূক্তির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত; ঐক্যফ্রন্ট থেকে সরে যাওয়াকে কেন্দ্র করে ভেঙ্গে যায় বিকল্পধারা বাংলাদেশ। ভেঙ্গে যাওয়া অংশটি যুক্ত হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টে। আর ডা. মকিবের জাতীয় পার্টি এক সময় ২০ দল ভূক্ত ছিল।
আরও পড়ুন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

Comments are closed.