ঐক্যফ্রন্টে যুক্ত হচ্ছে আরো তিন নতুন দল

282
                                      ফাইল ফটো
জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হচ্ছে আরো তিনটি নতুন দল। গণদল, বিকল্পধারা বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) কে ঐক্যফ্রন্টের সদস্য করে ঘোষণা করা হবে নতুন সমন্বয় কমিটি।
রোববার বিকেলে ৪টায় রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সভায় অংশ নেবে নতুন দলগুলোর চেয়ারম্যান ও মহাসচিবরা। আর ওই সভা শেষে দলগুলোর যুক্ত হওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।
নতুন করে যুক্ত হতে যাওয়া দলগুলোর মধ্যে গণদলের নেতৃত্ব দিচ্ছেন ফেনী-১ আসনের সম্ভাব্য প্রার্থী মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী। মহাসচিবের দায়িত্বে আছেন কক্সবাজার ক্লাবের উদ্যোক্তা আবু সৈয়দ। বিকল্পধারার নেতৃত্বে আছেন আমিন ব্যাপারী। মহাসচিব হিসেবে রয়েছে অ্যাডভোকেট শাহ আহমদ বাদল। সাবেক মন্ত্রী ডা. আব্দুল মতিনের ছেলে অধ্যাপক ডা: এম এ মুকিতনেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির। তার মহাসচিব হিসেবে কাজ করছেন বি এম নাজমুল হক।
এছাড়া হুমায়ুন কবীর হিরোর ‘রাজনীতি অধ্যায়ন কেন্দ্র’কে জাতীয় ঐক্যফ্রন্টে অর্ন্তভূক্তির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত; ঐক্যফ্রন্ট থেকে সরে যাওয়াকে কেন্দ্র করে ভেঙ্গে যায় বিকল্পধারা বাংলাদেশ। ভেঙ্গে যাওয়া অংশটি যুক্ত হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টে। আর ডা. মকিবের জাতীয় পার্টি এক সময় ২০ দল ভূক্ত ছিল।
আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.