এবার খোদ ফায়ার সার্ভিস অফিসেই আগুন

0 189

এবার রাজধানীর ডেমরায় খোদ ফায়ার সার্ভিস অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ডেমরায় তিতাস গ্যাসের মেইন লাইন লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ১২টার দিকে ডেমরা ফায়ার সার্ভিস অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিতাস গ্যাস ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।

এদিকে তিতাস গ্যাসের ডেমরা শাখা অফিস থেকে গ্যাসের মেইন লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পথচারীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে তারা ছুটে আসেন। এ সময় ডেমরা ফায়ার সার্ভিসের টিম দ্রুত আগুন নেভানোর কাজে লেগে পড়ে।

পরে ফতুল্লাসহ অন্যান্য টিম ঘটনাস্থলে ছুটে আসে। গ্যাস সরবরাহ বন্ধের পর ঢাকার বিভিন্ন এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।খবর পেয়ে তিতাস গ্যাসের ইমার্জেন্সি বিভাগ থেকে দুটি টিম উপস্থিত হয়।

তিতাস গ্যাসের ইমার্জেন্সি টিম লিডার ফারুক হোসেন জানান, কন্ট্রোল রুমে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করা হয়। পরবর্তীতে তিতাস গ্যাসের মেইন লাইনের বাল্ব বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।