এপেক্স ক্লাব অব নোয়াখালীর বার্ষিক সাধারণ সভায় ও ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো.আলমগীর সেক্রেটারী এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান আহমেদ উল্ল্যাহ পারভেজ নির্বাচিত হয়।
নোয়াখালী সুপার মার্কেটের ফুড পেস্তা হল রুমে এপেক্স ক্লাব অব নোয়াখালীর প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোস্তাফিজুর রহমান পলাশের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্টেট এপেক্সিয়ান মো.শোয়েব উদ্দিন খান, এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় কর্মপরিকল্পনা পরিচালক(আইএনএডি) ,আইপিডিজি-৮,নোয়াখালী ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু,এসময় আরো উপস্থিত ছিলেন অতীত জাতীয় সম্প্রসারণ পরিচালক (আইএনইডি)ও নোয়াখালী ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান সাইফুল্যাহ কামরুল, জেলা-৮ গর্ভণর এপেক্সিয়ান মোনাব্বর হোসেন সেলিম, জেলা-৮ সেক্রেটারী এপেক্সিয়ান মাহমুদুল হাসান পাশা , ন্যাশনাল অফিসিয়াল ও অবজারভার এপেক্সিয়ান মো.মিজানুর রহমান,এপেক্স ক্লাব অব মেঘনার প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজ উদ্দিন সাহীন,সদ্য অতীত সভাপতি আক্তার উদ্দিন,এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ক্লাবের অতীত সভাপতি ডা.শরীফ, সদ্য অতীত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় এপেক্স ক্লাব অব নোয়াখালীর ২০১৭ সালের কার্যবিবরণীর রির্পোট পেশ করেন এপে.মোস্তাফিজুর রহমানপলাশ। রির্পোট অনুমোদনের পর ২০১৮ সালের ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারী এন্ড ডিএনই রিপোর্ট পেশ করা হয় । ক্লাবের ২০১৯ সালের বাজেট পেশ করেন এপে.আহমেদ উল্লা পারভেজ। বাজেটে সাধারণ খাতে ব্যয় ধরা হয় ৫লক্ষ ৯৯হাজার ৮শত টাকা এবং সেবা খাতে ৮লক্ষ ৪৯হাজার ৮শত টাকা ব্যয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। রিপোর্ট পাশের পর ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হয় ।
আগামী ১ জানুয়ারী ২০১৯ থেকে নতুন কমিটি এপেক্স ক্লাব অব নোয়াখালীর দায়িত্ব পালন করবেন।