একযুগ পর সরকারি খাল দখলমুক্ত করলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা
জড়িত ছিলেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর
একযুগ ধরে আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি খাল উন্মুক্ত করলেন ইউএনও। নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর ভূঁইয়ার দখলে থাকা ৩ কিলোমিটার খাল গত ২০ মার্চ দুপুরে এক অভিযান চালিয়ে জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও শতরূপা তালুকদার। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভূক্তভোগি কৃষকরা জানান, গত একযুগ ধরে স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান কানকিরহাট-কেশারপাড় ও কাশিপুর খালটি দখল করে দু’পাশে ওয়াল দিয়ে মাছ চাষ করতেন। বর্ষা মৌসুমে খালে অবৈধ বাঁধ থাকায় পানি আটকে অধিকাংশ কৃষকের ফসলী আবাদ পানিতে নিমজ্জিত হতো। বিভিন্ন সময় অভিযোগ দিয়েও কৃষকরা ওই খালটি দখলমুক্ত করতে পারেনি। খালটি উন্মুক্তের খবর শুনে স্থানীয় কৃষকসহ এলাকাবাসীর দীর্ঘ দিনের কষ্ট দূর হওয়ায় আনন্দের হাসি ফুটে উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শতরূপা তালুকদার বলেন, কৃষকের অভিযোগের প্রেক্ষিতে দু’পাশে থাকা অবৈধ ওয়াল ভেঙ্গে দিয়ে খালটি দখলমুক্ত করা হলো । এখন থেকে খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।