ঈদে মুরাদের ‘ভীষণ রকম ভালবাসি’

262

নোয়াখালীর চাটখিলের সন্তান মুরাদ আলী খান। গানপাগল এই তরুণ ছোটবেলা থেকেই গানকে ধ্যান-জ্ঞান করে আসছেন। তাইতো গানের পথেই তার অভিযাত্রা, আগামীর পথচলা। গানের সাথে প্রাণ মিশিয়ে গান নিয়েই তার পড়াশোনা। বর্তমানে ঢাকা সরকারি সঙ্গীত কলেজে মিউজিক অফ মাস্টার্স-এ অধ্যায়ন করছেন মুরাদ।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত গান লেখা ও সুর করার পাশাপাশি তার প্রাণবন্ত গায়কীতে রীতিমতো মুগ্ধ সঙ্গীতপ্রেমীরা। এরই মধ্যে সঙ্গীতের বেশ পরিচিত মুখ হয়ে উঠেছে সম্ভাবনাময় এ সঙ্গীতশিল্পী।
এবারের ঈদকে ঘিরে এরই মধ্যে প্রকাশ পেয়েছে তরুণ প্রজন্মের এ শিল্পীর নতুন গান ‘ভীষণ রকম ভালবাসি’। দেশের প্রথমসারির অডিও ভিডিও কোম্পানি জি সিরিজ-এর অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে প্রকাশ পেয়েছে নতুন এই গান। যার কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
গানটি প্রসঙ্গে মুরাদ আলী খান বলেন, ‘শ্রোতাদের ভালোলাগার বিষয়টি মাথায় রেখেই গানটির কথার সাথে মিল রেখে সুর করেছি। বরাবরের মতই বন্ধু রিয়েল আশিক-এর মিউজিক আমাকে মুগ্ধ করেছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে। আসলে একটি গান তো একজন করা সম্ভব নয়, এর সাথে জড়িত থাকে অনেকগুলো মানুষের পরিশ্রম। সবার প্রতি অসীম কৃতজ্ঞতা। বরাবরের মতো সবার আন্তরিক ভালোবাসা ও অনুপ্রেরণায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
এর আগে মুরাদের গাওয়া ৩টি গান প্রকাশ পায়। গানগুলো হচ্ছে- ‘পরী’, ‘বেলকনি’ এবং ‘দিল যায় জ্বলি’। শিগগিরই নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন বলে জানিয়েছেন মুরাদ।

আরও পড়ুন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

Comments are closed.