ইলিশ ধরতে মানা, ‘ছুটিতে’ ৬০ হাজার জেলে

328

লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় জেলা। এখানকার প্রায় ৬০ হাজার জেলে নদীতে মাছ শিকার করে জীবিকা চালায়। তাদের বিকল্প কর্মসংস্থান নেই। মাছ ধরতে না পারলে অলস সময় কাটে। রোববার ০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা। মা ইলিশ ডিম ছাড়ার নির্ধারিত এ ২২দিন জেলেরা নদীতে যাবেনা, জাল পেলবেননা। এখন তাদের ‘ছুটি’।

শনিবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২ টার পর থেকে মাছ ধরা বন্ধ দিয়েছেন। এখন মেঘনায় জেলেদের নৌকা দেখা যায় না। ঘাটে নেই মাছ, জেলে, ব্যবসায়ী ও আড়াৎদারা। নেই উপচে পড়া ভিড়। নৌকাগুলো নদী সংলগ্ন খালে নোঙর করা। জেলেদের দেখা গেছে চা-সিগারেটের দোকানে গল্পে-আড্ডায়। আবার কেউ কেউ নৌকায় ঘুমিয়ে। এসব দেখলে সত্যিই মনে হবে জেলেদের ‘ছুটি’।

রোববার ৭ অক্টোবর থেকে ২৮অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় লক্ষ্মীপুরের মেঘনায় সকল প্রজাতির মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়। এসময় মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দন্ডের বিধান রয়েছে। যে কারণে এখন জেলেদের ‘ছুটি’।

লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকার কয়েকজন জেলের সাথে কথা বলে জানা গেছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত মাছ শিকারে যাবেননা। ২২ দিন তাদের ছুটি। নিষেধাজ্ঞা শেষে ফের মাছ শিকারে যাবেন মেঘনায়। এর মধ্যে নৌকা-ট্রলার মেরামত ও জাল তুনাসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ ঠিকঠাক করে নিবেন।

এদিকে, মা ইলিশ রক্ষা সফল করতে প্রশাসন বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছেন, তৎপর রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, ভ্রাম্যমাণ আদালত, মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও পুলিশ। গত কয়েকদিন থেকে  প্রশাসন ও মৎস্য বিভাগ জেলে,ব্যবসায়ী ও আড়াতদারকে  সচেতন করতে মেঘানাপাড়ে কয়েকটি সভা করেছেন। এছাড়া লিফলেট, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে জেলেসহ সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করেছেন। বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অন্য কোথাও থেকে বরফ আসতে না দেওয়া, নদী সংলগ্ন খাল থেকে নৌকা বের হতে না দেওয়া, মাছঘাট সংলগ্ন বাজারের নৌকা ও ট্রলারের জ্বালানি তেলের দোকান বন্ধ রাখা, নদীর মাঝে জেগে উঠা চরের মাছঘাটগুলো বন্ধ রাখাসহ নানা প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমন সব তৎপরতায় জেলেদের মধ্যে ভয় ও সচেতনতা সৃষ্টি হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিস থেকে জানা গেছে, আশ্বিন মাসের বড় পূর্ণিমার আগের চার দিন, পূর্ণিমার দিন ও পরের ১৭দিনসহ মোট ২২দিন ইলিশের প্রজনন সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ এসে লক্ষ্মীপুরের মেঘনায় ডিম ছাড়ে। একটি বড় ইলিশ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। বেশি ইলিশ উৎপাদনের লক্ষ্যে নিবিঘ্নে যাতে মা ইলিশ ডিম ছাড়তে পারে সে জন্যই ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ বলেন, লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘানা নদী এলাকায় মাছ ধরা যাবে না। এ আইন আমান্য করলে ১ বছর থেকে ২ বছরের জেল অথবা জরিমানা এবং উভয় দন্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.