ইরাকে নওরোজ উদযাপনে ফেরি ডুবে ৭১ জনের প্রাণহানি

176

টাইগ্রিস নদীতে ডুবে যাওয়া ফেরি। ছবি: সংগৃহীত
ইরাকের উত্তরাঞ্চলের মসুল শহরের অদূরে টাইগ্রিস নদীতে একটি ফেরি ডুবে অন্তত ৭১ জনের প্রাণহানি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৯ শিশুসহ ৫৫ জনকে।

বৃহস্পতিবার (২১ মার্চ) নওরোজ (ইরানি নববর্ষ) উদযাপনকালে তারা ফেরিটিতে উঠলে এ ঘটনা ঘটে।

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইনেভেহের সিভিল ডিফেন্সের প্রধান কর্নেল হুসাম খলিল সংবাদমাধ্যমকে বলেন, নওরোজ উদযাপন করতে বহুসংখ্যক লোক টাইগ্রিস নদীর পাড়ের পর্যটন এলাকায় যায়। সেসময় ধারণক্ষমতার বেশি ফেরিটিতে যাত্রী উঠে গেলে এই দুঃখজনক ঘটনা ঘটে।

উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে খলিল বলেন, ফেরিটিতে প্রায় দেড়শ’ মানুষ ছিল। এখন পর্যন্ত ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়রা বলছেন বলেন, যান্ত্রিক সমস্যার কারণেই ফেরিটি ডুবেছে। ডুবে যাওয়া লোকদের উদ্ধার করতে ঘটনাস্থলে পর্যাপ্ত নৌকাও ছিল না।

ইরাকে চলমান বর্ষা মৌসুমে আগের বছরগুলোর তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ায় টাইগ্রিস নদীতে পানির প্রবাহও অনেক বেশি দেখা যাচ্ছে।

প্রাচীন জোরোয়াস্ট্রিয়ান ঐতিহ্যের অংশ হিসেবেই পুরো প্রাচীন পারস্যে (মধ্যপ্রাচ্য থেকে মধ্য এশিয়া) নওরোজ (কুর্দিদের নববর্ষ এবং বসন্তের আগমন) উদযাপন করা হয়ে থাকে। ইরানে পারস্য নববর্ষ হিসেবে এ দিন সরকারি ছুটি থাকে।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.