ইতিহাস গড়া বাংলাদেশ টেবিল টেনিস দলকে মালদ্বীপ দূতাবাসের সংবর্ধনা
সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাসই গড়ে বসেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
এমন ইতিহাস গড়ার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। গতকাল ১২এপ্রিল, বৃহস্পতিবার এই সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশ দলকে।
মালদ্বীপের হুলো মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত সংবর্ধনায় হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার হাসান মুনীর।
অনুষ্ঠানে দলের সব খেলোয়াড় কোচ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশনের প্রথম সচিব সোহেল পারভেজ।
Comments are closed.