আওয়ামী লীগের নির্বাচন পর্যবেক্ষণ উপ-কমিটিতে স্থান পেয়েছেন ফাহাদ ইউসুফ হোসেন প্রমীত

101

দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। দেশের বাসা-বাড়ি, অলি-গলি, রাস্তা-ঘাট এবং যানবাহন থেকে শুরু করে চায়ের টেবিলে উঠছে নির্বাচনী ঝড়। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে বাতিল প্রার্থীদের আপীল নিস্পত্তি শেষ করেতে যাচ্ছে নির্বাচন কমিশন। আর এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো তাদের প্রচারনার বিভিন্ন কৌশল হিসাবে সারা দেশব্যাপী দলীয় কমিটি গঠন করেছে। এই কমিটি সারা দেশে এলাকা ভিত্তিক প্রচারনা চালিয়ে তাদের দলীয় প্রার্থীদের পক্ষে ভোট আদায়েে চেষ্টা চালিয়ে যাবে। এরই অংশ হিসাবে আওয়ামী লীগ তাদের নির্বাচন পর্যবেক্ষণ উপ কমিটি গঠন করেছে। আর এই পর্যবেক্ষণ উপ-কমিটিতে স্থান পেয়েছেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক আ:লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের আস্থাভাজন এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবকে ভাইস-চেয়ারম্যান নোয়াখালী পৌরসভার সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা মরহুম রবিউল হোসেন কচি সাহেবের সুযোগ্য সন্তান, নোয়াখালীর কৃতি সন্তান, বর্তমান তরুন প্রজন্মের অহংকার ফাহাদ ইউসুফ হোসেন প্রমীত। গতকাল ধানমন্ডীর ৩/এ আ:লীগের দলীয় অফিস থেকে তাকে লিখিতভাবে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি নোয়াখালী জেলার দলীয় নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

Comments are closed.