আমিরাতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সেনবাগের যুবক নিহত

0 87

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার সময় দুবাইয়ে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মাহমুদুর রহমান মেহরাজ (২৮) নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইাউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের নজীর পাটোয়ারী বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের ছোটভাই। মেহরাজের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছলে শুরু হয় শোকের মাতম। নিহতের মামাতো ভাই কোম্পানীগঞ্জ উপজেলা এসিল্যান্ডের (ভূমি) সহকারী হেদায়তুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জীবিকার সন্ধানে পাঁচ বছর আগে কেএফসি কোম্পানিতে চাকরি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান মেহরাজ।
এক মাস আগে তিনি দেশে আসেন এবং বিবাহ করে স্ত্রীকে নিয়ে এক সপ্তাহ আগে দুবাই যান। শনিবার কাজ শেষে মেহরাজ নিজে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বর্তমানে তার লাশ স্থানীয় একটি হাসপাতালে রয়েছে। লাশ দ্রুত দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে। মেহরাজ পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।