আনোয়ার ল্যান্ডমার্কের সিইও ফাসিউল মাওলার যোগদান
আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মোহাম্মদ ফাসিউল মাওলা।
রিয়েল এস্টেট সেক্টরে দীর্ঘ ২৮ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার। আনোয়ার গ্রুপে যোগ দেওয়ার আগে তিনি নাভানা রিয়েল এস্টেটের সিইও ও অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিসের এজিএম হিসেবে কর্মরত ছিলেন।
ফাসিউল মাওলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমকম ও ব্যবস্থাপনায় বিকম (সম্মান) ডিগ্রি অর্জন করেন।
Comments are closed.