আওয়ামী লীগ নির্বাচন পর্যবেক্ষণ কমিটির দায়িত্ব পেয়ে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কে ইউ নান্নু

205

দেশজুড়ে বয়ে যাচ্ছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী আমেজে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। চায়ের দোকান থেকে সর্বত্র আলোচনা চলছে-কে হচ্ছেন আগামীদিনের সংসদ সদস্য, কোন দলই বা সরকার গঠণ করছেন? প্রার্থীতা বাতিল হয়েছে অনেকের আবার আপিল নিস্পত্তিতে ফিরে পেয়েছেন অধিকার। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলগুলো নিচ্ছেন প্রচার-প্রচারণার বিভিন্ন কৌশল। এরই অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ উপ-কমিটি গঠন করে। নোয়াখালী সদর উপজেলার কৃতি সন্তান ও সংসদ একরামুল করিম চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন সাবেক ছাত্রনেতা কে ইউ নান্নু উপ-কমিটির সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি পূর্বে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির সহ-সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এক প্রতিক্রিয়ায় তিনি আলোকিত চাটখিল পত্রিকাকে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যাপকভাবে শুরু হয়েছে। প্রচারণায় নেমেছি আমরাও। সারা বাংলাদেশ আওয়ামী নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় উপ কমিটির দায়িত্ব পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। জননেত্রী শেখ হাসিনার নিদের্শে আমরা মেধা ও কর্মদক্ষতা দিয়ে আওয়ামী লীগের বিজয়কে চিনিয়ে আনবো ইনশআল্লাহ। বিজয়ের মাসে নৌকার বিজয় চিনিয়ে আনাই আমাদের একমাত্র লক্ষ্য।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে আজ তিনি গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার উদ্বোধনে অংশগ্রহণ করেন এবং সেখানে এখনো অবস্থান করছেন।

আরও পড়ুন

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

Comments are closed.