আইপিএলের পাঁচ ঘটনা : যা এর আগে ঘটেনি

78

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর চলছে। এখনো শেষ হয়নি এবারের মৌসুমের লিগ পর্বের ম্যাচ। তবুও মাঠের ক্রিকেটে বেশকিছু রেকর্ড গড়েছে এবারের আইপিএল, যা এর আগে কখনো ঘটেনি। বলা যায়, ২০০৯-২০২২ আইপিএলে এই প্রথমবার এমন সব ঘটনার সাক্ষী হলো ক্রিকেট সমর্থকরা।

চোখ রাখা যাক এমন পাঁচটি ঘটনায়-

 

 

১/ আইপিএল ইতিহাসে এবারই প্রথম মুম্বাই ইন্ডিয়ান্স কোনো নির্দিষ্টি একটি আসরে (এখন পর্যন্ত) ৯টি ম্যাচ হারে। এর আগে ২০০৯ ও ২০১৮ সালে মোট দুই বার ৮টি করে ম্যাচে পরাজিত হয় মুম্বাই। এবার ব্যর্থতার সেই রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মারা।

২/ এই প্রথমবার কোনো দল টুর্নামেন্টে নিজেদের প্রথম ৮ ম্যাচে একটানা পরাজিত হয়। মুম্বাই ইন্ডিয়ান্স এমন হতাশাজনক নজির গড়ে আইপিএল ২০২২-এর প্রথম ৮টি ম্যাচে পরাজিত হয়ে।

৩/ আইপিএলের এক আসরে টানা ১১টি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ভারতীয় ক্রিকেটাররা। টুর্নামেন্টের ৩৭তম ম্যাচ থেকে ৪৭তম ম্যাচ পর্যন্ত সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে যথাক্রমে লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রিয়ান পরাগ, উমরান মালিক, কুলদীপ যাদব, ক্রুণাল পান্ডিয়া, রাহুল তেওয়াটিয়া, সূর্যকুমার যাদব, মহসিন খান, রুতুরাজ গায়কোয়াড় ও রিংকু সিংয়ের হাতে।

৪/ প্রথমবার কোনো ভারতীয় পেসার ১৫৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক এমন আগুনে গতিতে বল করেন, যা টুর্নামেন্টের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

 

 

৫/ এই প্রথমবার পরপর ২টি ম্যাচে কোনো ওপেনার ডায়মন্ড ডাকে সাজঘরে ফেরেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লিগের ৫৩তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট অধিনায়ক লোকেশ রাহুল কোনো বল খেলার আগেই রান-আউট হয়ে সাজঘরে ফেরেন। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঠিক পরের ম্যাচেই হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন কোনো বল খেলার আগেই রান-আউট হন।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.