আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ড মেডেল পেলেন ইমাউল হক পিপিএম
আইনশৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা গোল্ড মেডেল পেলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ ইমাউল হক পিপিএম। বাংলাদেশ মানবাধিকার সংস্কৃতি সোসাইটির উদ্যোগে ইমাউল হককে সম্প্রতি এই সম্মাননা দেওয়া হয়। উল্লেখ্য যে, ইমাউল হক চাটখিল থানায় আসার পর থেকে চাটখিলের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি সাধিত হয়। মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ তিনি বুদ্ধিমত্তার সহিত দমন করতে সক্ষম হন। প্রাপ্ত সম্মাননাটি ইমাউল হকের হাতে তুলে দেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী। এসময় আরো উপস্থিত ছিলেন চাটখিল মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন আক্তার তামান্না, বিআরডিবি-র চেয়ারম্যান মিজানুর রহমান ও চাটখিল থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
Comments are closed.