অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ড করবেন কীভাবে?

101

কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ড করতে পারেন। কীভাবে সম্ভব তা জেনে নিন খুব সহজে।

আমরা সবাই জানি, সম্প্রতি গুগল তার প্লে-স্টোর পলিসিতে কিছুটা পরিবর্তন এনেছে। নতুন নিয়মে কোনো থার্ড-পার্টি অ্যাপের সাহায্যে কল রেকর্ড করতে পারবেন না ব্যবহারকারীরা। কারণ, ট্রুকলার -এর মতো সব থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপগুলো চিরতরে প্লে-স্টোর থেকে বন্ধ করে দিয়েছে গুগল।

 

 

 

নতুন প্লে-স্টোর পলিসিতে থার্ড-পার্টি অ্যাপগুলোকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কল রেকর্ড করার জন্য অ্যাক্সেসিবিলিটি এপিআই ব্যবহার করতে দেবে না এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। কিন্তু তারপরেও আপনি কল রেকর্ডার করতে পারবেন। তার জন্য আপনাকে কিছু বিল্ট-ইন অ্যাপের সাহায্য নিতে হবে। এছাড়া মার্কেটে এ মুহূর্তে গুগলসহ একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে, যে ফোনগুলোতে কল রেকর্ড করার মতো গুরুত্বপূর্ণ ফিচারস রয়েছে। থার্ড-পার্টি অ্যাপের সাহায্য ছাড়া কীভাবে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ড করবেন, আসুন জেনে নিন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ড করার প্রথম অপশনটি হল নেটিভ ফোন অ্যাপের সাহায্য নেওয়া। যদিও এই ফিচারটি ওয়ান প্লাস ব্যবহারকারীদের জন্য উপযোগী হবে না। কারণ, আগের ওয়ান প্লাস ফোনগুলোতে গুগল ফোন অ্যাপটি প্রি-ইনস্টলড থাকত না। কারণ, সেই ফোনগুলোতে অটো কল রেকর্ডের অপশন উপলব্ধ ছিল। তাই, আগেকার ওয়ান প্লাস ফোনগুলো যাদের কাছে রয়েছে, তাদের প্লে স্টোর থেকে গুগল ফোন অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

প্লে-স্টোর থেকে খুব সহজেই আপনি গুগল ফোন অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। কিছু কিছু স্মার্টফোনে আবার এ অ্যাপটিই প্রি-ইনস্টলড থাকে। যাদের ফোনে এই অ্যাপ নেই, তারা গুগল ফোন অ্যাপ ইনস্টল করে সেটিকে খুলুন। তারপরে নজর আসবে তিনটে ডট, যা আসলে সেটিংস রিপ্রেজেন্ট করছে। সেখান থেকেই আপনি কল রেকর্ড অপশনটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন এবং তারপরে ‘Numbers Not In Your Contacts’ অপশনটি এনাবল করুন। এ অপশনটি আপনি যদি সিলেক্ট করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ফোনে যে সব ফোন নম্বর সেভ করা নেই সেগুলোর কল রেকর্ড করতে পারবেন। এদিকে আপনার ফোনে যে সব নম্বর সেভ করা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কল রেকর্ড করার সময় আপনাকে প্রতি বার ম্যানুয়ালি টার্ন অন করে নিতে হবে।

যারা নতুন ওয়ানপ্লাস স্মার্টফোন কিনেছেন, তাদের ফোনে গুগল ফোন অ্যাপটি প্রি-ইনস্টলড রয়েছে। কারণ, অটো কল রেকর্ড ফাংশনটি আর উপলব্ধ নেই। পুরনো ওয়ার প্লাস ফোনগুলো অটো কল রেকর্ড ফিচার সাপোর্ট করত। এদিকে আবার স্যামসাং ব্যবহারকারীরা একই ফাংশন নিজেদের স্মার্টফোনে দেখতে পাবেন। তার জন্য ইউজারদের ফোন অ্যাপে যেতে হবে এবং থ্রি-ডটেড আইকনে ট্যাপ করতে হবে। তারপরই তারা সেটিংস সেকশনটি অ্যাক্সেস করতে পারবেন। এখানেই আপনি ‘রেকর্ড কলস’ অপশন দেখতে পাবেন। সেখানে জাস্ট একবার ট্যাপ করুন এবং অটো-রেকর্ড কলস অপশনটি এনাবল করে নিন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.